Tuesday, October 2, 2018

বায়ু দুষকের প্রভাব

বায়ু দুষকের প্রভাব


দূষক পদার্থের নাম
উৎস
মানব স্বাস্থের উপর প্রভাব
Co
(কার্বন মনো অক্সাইড )

এটি একটি নিরব ঘাতক।
মানব দেহের কোষে অক্সিজেন সরবরাহ কারি হিমোগ্লোবিন এ প্রবেশ করে অক্সিজেন এর পরিবহনে বেঘাত ঘটায় । ফলে ঝিমুনি, মাথা ব্যাথা , শারীরিক শক্তি হ্রাস প্রভৃতী উপসর্গ দেখা দেয় । এর ফলে হার্ট ব্লক ও হতে পারে। এর প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে
SOX
সালফার অক্সাইড

শ্বাষনালীর স্ফীতি, জ্বালা,
অ্যাজমা,কাশি,রাইনাইটিস্নাসিকার জ্বালা প্রভৃতী উপসর্গ দেখা দিতে পারে

নাইট্রোজেন ডাই অক্সাইড

ফুসফুসে জালার সৃষ্টি করে ।এর গন্ধ বিরক্তির সৃষ্টি করে এবংকি বমিও হতে পারে।

ওজন

ওজোন গ্যাস শ্বাসনালীর জ্বালা সৃষ্টি করে।
 কণা ঘটিত

শ্বাসনালীর জ্বালা সৃষ্টি করে।
আলোক রাসায়নিক জারক ঘটিত

শ্বাসনালীর ও চোখে জ্বালা  সৃষ্টি করে।
হাইড্রোজেন সালফাইড এবং মারাক্যাপট্যান ঘটিত ।

 এই গ্যাস গুলোর বাজে গন্ধ বিরক্তি ও অবস্বাদ সৃষতি করে।

0 comments:

Post a Comment