কলকারখানা এবং অফিস আদালত আধুনিকায়নের সাথে সাথে মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি এখন অনেক গুরুত্বের সাথে দেখা হয়। কারখানার রাসায়নিক ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপনের মহড়া প্রভৃতি বিষয় দেখভাল করার জন্য সেফটি ম্যানেজমেন্ট এর প্রয়োজন নিত্যদিন বেড়েই চলেছে। আর এই চাহিদার জন্যেই সেফটি ইঞ্জিনিয়ার/অফিসারের হয়েছে উঠেছে আজকের দিনের অন্যতম ক্যারিয়ার অপশন।
এক নজরে একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট
সাধারণ পদবী: হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট
বিভাগ:সেফটি এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার
প্রতিষ্ঠানের ধরন:হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট
ক্যারিয়ারের ধরন:সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং, অন্যান্য
লেভেল:পার্ট-টাইম, ফুল টাইম
বিভাগ:সেফটি এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার
প্রতিষ্ঠানের ধরন:হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট
ক্যারিয়ারের ধরন:সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং, অন্যান্য
লেভেল:পার্ট-টাইম, ফুল টাইম
অভিজ্ঞতা সীমা:এন্ট্রি, মিড
সম্ভাব্য বেতনসীমা:: ৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:স্বাস্থ্যঝুকি ও নিরাপত্তাঝুঁকি নিশ্চিতকরণ
বিশেষ স্কিল:সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা
সম্ভাব্য বেতনসীমা:: ৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:স্বাস্থ্যঝুকি ও নিরাপত্তাঝুঁকি নিশ্চিতকরণ
বিশেষ স্কিল:সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা
কোন ধরণের প্রতিষ্ঠানে একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট কাজ করেন?
- ডিফেন্স সার্ভিস;
- সিভিল ফায়ার স্টেশন,;
- পৌরসভা,;
- পাওয়ার স্টেশন,;
- কার্গো হাব, জাহাজ;
- ইস্পাত, পেট্রোলিয়াম,;
- টেক্সটাইল;
- তৈরি পোশাকশিল্প;
- কটন ইন্ডাস্ট্রি;
- প্লাস্টিক-পলিমার;
- রেলওয়ে;
- তেল প্রস্তুতকারক সংস্থা;
- বিমানবন্দর;
- বড় বড় শিল্পক্ষেত্র, হাসপাতাল।
একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট কী ধরনের কাজ করেন?
- অগ্নিনির্বাপন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জরুরি অবস্থায় নিরাপত্তা নিশ্চিতকরণ;
- যেকোনো দুর্ঘটনার তদন্তদলের সাথে অনুসন্ধানে অংশ নেয়া এবং দুর্ঘটনার কারণ উদঘাটন করা;
- পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি রোধে ব্যবহৃত যন্ত্রপাতির দেখাশুনা করা;
- নিয়মিত ড্রীল পরিচালনা করা;
- ISO 14001 & OHSAS 18001 নিশ্চিত করা;
একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- মেকানিক্যাল/ সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং;
- পরিবেশ বিজ্ঞানে বিএসসি (সম্মান);
- ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা;
- হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টের ডিপ্লোমা ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা;
- ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টে এমবিএ;
- ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক হ্যাজার্ট ম্যানেজমেন্ট;
কোথায় পড়বেন সেফটি এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং?
- প্রিন্সিপাল অব ম্যানেজমেন্ট;
- অর্গানাইজেশনাল বিহেভিয়ার (ওবি);
- হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম);
- মার্কেটিং ম্যানেজমেন্ট (এমএম);
- ফান্ডামেন্টাল অফ সেফটি অ্যান্ড;
- ফায়ার ইঞ্জিনিয়ারিং;
- সেফটি ম্যানেজমেন্ট অ্যাপ্রোজাল অ্যানালিসিস;
- ইন্সপেকশন অ্যান্ড কন্ট্রোল প্রসিডিয়র;
- ইন্ডাস্ট্রিয়াল হাইজিন অ্যান্ড অকুপেশনাল হেলথ;
- এনভায়রনমেন্টাল এডুকেশন;
- প্রোডাকশন অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট;
- সেফটি ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি;
- সেফটি ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি;
একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?
- মেকানিক্যাল, সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে অনেক বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট এণ্ড সেফটি ইঞ্জিনিয়ারিং শেখানো হয় তাই স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়ের এ বিভাগেও ভর্তি হওয়া যেতে পারে;
- এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পড়ার জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস;
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কন্সট্রাকশন ম্যানেজমেন্টের ওপর সার্টিফিকেট কোর্স আছে;
- এ ছাড়া শর্ট কোসের জন্য রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের দুই দিনব্যাপী ফায়ার সেফটি ম্যানেজমেন্ট ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রি কোর্স।
একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের মাসিক আয় কেমন?
প্রতিষ্ঠানভেদে মাসিক আয় ২০,০০০ -৩০,০০০ টাকা হতে পারে। অভিজ্ঞতা ও প্রশিক্ষনপ্রাপ্ত হলে মাসে আরো অনেক টাকা আয়ের সুযোগ রয়েছে।ক্যারিয়ার কেমন হতে পারে একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের?
আজকাল প্রায় প্রতিটি কলকারখানা ও অফিসের অন্যতম বিষয় জানমালের নিরাপত্তা, নিরাপত্তা বিধানের যন্ত্র ও কৌশল আধুনিকায়নের সাথে সাথে এ বিষয়ে অভিজ্ঞ জনশক্তির চাহিদা বেড়েছে বিগত কয়েক বছরে কয়েকগুন। ভাল আয়, পদোন্নতি ও সামাজিক মর্যাদা সম্পন্ন এই পেশায় ঝুকি থাকলেও চ্যালেঞ্জিং এ পেশা হতে পারে আপনার কাংখিত ক্যারিয়ার।
0 comments:
Post a Comment