Saturday, September 29, 2018

Rooppur Nuclear Power Plan

Rooppur Nuclear Power Plant is an under-development 2.4 GWe atomic power plant in Bangladesh. The atomic power plant is being developed at Rooppur (Rupppur), abutting Paksey, in the Ishwardi Upazila of Pabna District, on the bank of the waterway Padma, 87 miles (140 km) west of Dhaka, in the northwest of the country. It will be the nation's first atomic power plant, and the first of two units is relied upon to go into task in 2023. It is being worked by the Russian Rosatom State Atomic Energy Corporation.[3] India is likewise associated with this venture with Russia, as said by Mr. Shekhar Basu (Chairman, Atomic Energy Commission of India) at the 61st general meeting of the worldwide atomic guard dog International Atomic Energy Agency (IAEA). The level of Indian association (joint effort) in this task has not been built up yet, as India isn't an individual from the Nuclear Supplier Group (NSG), which controls the fare of materials, hardware and innovation that can be utilized to fabricate nukes

History-


The proposition was made in 1961.Government took 254 sections of land (103 ha) of land in that year to fabricate the plant. In 1963 the plant was endorsed. Exchanges occurred with the Government of Canada in 1964 and 1966. Discourses with the legislatures of Sweden and Norway were additionally going ahead in those years. Be that as it may, no genuine advancement was accomplished. After the autonomy of Bangladesh, the Government of Bangladesh began exchange with the Soviet Union in 1974, anyway no assention was come to. In 2001 the administration embraced a national Nuclear Power Action Plan.
In 2009 the Bangladesh government again began dialog with the Russian government and on 13 February the two governments marked an update of comprehension. Rosatom said they would begin development by 2013.

In 2013 a gathering of Bangladeshi researchers and the worldwide diaspora voiced significant worry over the wellbeing and monetary practicality of the plant.[14] Several different issues were raised, from the unsatisfactory quality of the site to the outdated nature of the VVER-1000 model proposed, sketchy financing game plans and an absence of concurrence with Russia over atomic waste disposal.

In 2015 the proposition was postponed by a year. Rosatom offered a two VVER-1200 reactor control plant, expanding yield to 2.4 GWe.
By December 2015 The Daily Star revealed that the evaluated cost of the plant had moved to US$13 billion, from proclamations of around US$4 billion made before in the same year.[16] German constructed Transparency International communicated worry with respect to 28 December 2015 about the wellbeing of the proposed plant.

In 2016 ground planning work started. The $12.65 billion contract is 90% supported by a credit from the Russian government. The two units producing 2.4 GWe are intended to be operational in 2023 and 2024. Rosatom will work the units for the primary year before giving over to Bangladeshi administrators. Russia will supply the atomic fuel and reclaim spent atomic fuel.

On 4 November 2017, Bangladesh Atomic Energy Commission got, from Bangladesh Atomic Energy Regulatory Authority, the outline and development permit of Unit 1, preparing for the atomic island first cement pour.

On 30 November 2017, first cement was poured for the atomic island basemat of Unit 1. A function was held, gone to by Rosatom's chief general Alexey Likhachev and the head administrator of Bangladesh Sheik Hasina. On 14 July 2018, first cement was poured for Unit 2

Wednesday, September 26, 2018

Environment Officer jobs in Savar

Environment Officer jobs in Savar



Savar, Dhaka
Permanent

Tuesday, September 25, 2018

দিনে দিনে ব্যাপক হারে চাহিদা বাড়ছে পরিবেশবিদের।দেশীয় চাকুরী বাজার থেকে শুরু করে বিদেশে উচ্চ শিক্ষা ও চাকুরী বাজার পর্যন্ত পরিবেশ বিজ্ঞান/প্রযুক্তি/প্রকৌশলীদের (Environmental Science/Technology/Engineering) অপার সম্ভবনারদ্বার খুলে যাচ্ছে। সরকারী ও বেসরকারী উদ্যোগে নানান প্রকল্প ও গবেষণা খাদ সৃষ্টি হচ্ছে পরিবেশকে কেন্দ্র করে। কিন্তু অনেকে জানেই না উচ্চ শিক্ষায় পরিবেশ বিজ্ঞান বলে একটা বিভাগ আছে।




এই পোষ্ট এর মাধ্যমে একজন পরিবেশবিদ (Environmentalist) কি কি করতে পারে, একজন পরিবেশ বিজ্ঞান পড়ুয়া স্টুডেন্টকে কি কি বিষয়ে পড়াশুনা করেতে হয় ও এর জব সেক্টর নিয়ে আলোচনা করব। খুব বেশি দিন আগের কথা নয় ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরিবেশ বিজ্ঞান নামক Subject খোলা হয়। ২০১৬ সালে জাককানইবি তে ESE বিভাগের যাত্রা শুরু হয় মাত্র ১৭জন শিক্ষার্থী নিয়ে। বর্তমানে বিভাগটিতে ৩য় ব্যাচ চলছে। এরই মধ্যে বিভাগটি হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একই সাথে গবেষণা, জার্নাল এবং স্কলারশিপের বিষয়গুলো সামনে রেখে তার কাঙ্খিত লক্ষে পৌছার দারপ্রান্তে। চীন এবং জাপান এরই মধ্যে এগিয়ে এসেছে গবেষনা এবং স্কলারশিপ বিষয়ে। 

বর্তমানে দেশের অনেক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খুলেছে কিংবা খুলছে পরিবেশ বিজ্ঞান বিষয় টি। সুতরাং একটু ভাল ফলাফল করলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার সুযোগ পাওয়া অবাক কিছু নয়।

বিজ্ঞানের সকল শাখার সাথেই পরিবেশ বিজ্ঞান জড়িত। পদার্থ, রসায়ন, উদ্ভিদ/প্রাণী বিজ্ঞান কিংবা ভূগোল থেকে শুরু করে মেডিকেল সায়েন্স ও প্রকৌশল পর্যন্ত পরিবেশ বিজ্ঞানের অবাধ বিচরণ।

শুধু কি তাই? মহাবিশ্বের গ্রহ উপগ্রহ থেকে শুরু করে ভূকেন্দ্রের খনিজ পর্যন্ত একজন পরিবেশ বিজ্ঞান বিভাগের স্টুডেন্টকে পড়তে হয়। পড়তে হয় Sustainable Energy নিয়ে। তাই অল্প সময়ে নিজেকে গবেষক কিংবা বিজ্ঞানী বলে পরিচয় দেওয়া টাও অবাক কিছু নয়।

পরিবেশবিদের প্রধান কাজ হইল পরিবেশের সবকিছুকে নিয়ন্ত্রণ করা, দূষণ রোধ করা,পরিবেশ কে দূষণের হাত থেকে রক্ষাকরা। প্রতিটা ইন্ডাস্ট্রিতে দূষিত ডাস্ট নির্গত হয়। আর এখানে পরিবেশবিদ দের ফলিত প্রযুক্তি ব্যাবহার করে দূষণের থেকে পরিবেশ কে রক্ষা করতে হয়। তাই তৈরি করতে হয় নানা ধরনের পরিবেশ বান্ধব মডেল।

  1. সৌর বিদ্যুৎ মডেল,
  2. পারমানবিক বিদ্যুৎ মডেল, কিংবা
  3. বায়োগ্যাস প্লান্ট মডেলিং,
  4. ওয়াটার ফিল্টার মডেল,
  5. রিসাইকেলিং মডেল ইত্যাদি নিয়ে কাজ করতে হয় একজন পরিবেশ প্রকৌশলী কে,
  6. আবহাওয়া তথ্য প্রযুক্তি,
  7. মহাকাশ নিয়ে গবেষণা, 
  8. সমুদ্র গবেষনা,
  9. পরিবেশবান্ধব স্হাপত্য,
  10. নদী শাসন কিংবা,
  11. কৃষিক্ষেত্রে ও কাজের সুযোগ আছে একজন পরিবেশবিদ ও পরিবেশ প্রকৌশলীর। 

গ্রীন হাউস তৈরি করতে, কিংবা সাউন্ড প্রুফ ঘর বানাতে ও নিরাপদ অক্সিজেন উৎপাদন প্রকল্পগুলিতে ও সুযোগ আছে একজন পরিবেশ প্রকৌশলীদের।

বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার সুযোগের ভিত্তিতে তে তৃতীয় স্থানে আছে Environment Related Subject গুলি। Commonwealthঅধিভূক্ত বেশিরভাগ নামিদামী বিশ্ববিদ্যালয়গুলিতে এই সাবজেক্টের Scholarship ও আছে অনেক । বুয়েট কিংবা বাকৃবিতে আছে স্নাতকত্তর পড়ার সুযোগ। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের অনেক মাল্টিন্যাশনাল এনজিও তে রয়েছে চাকুরির সুযোগ। 

আসলে পড়াশুনা নিজের কাছে। যদি তুমি জানো, যদি তুমি পার, যদি তুমি বোঝো তবে বিশ্ববিদ্যালয় ও বড় ফ্যাক্ট হয় না।চাকরি ব্যাপারটা এরকম তুৃমি দিনশেষে যদি প্রমান করো তুমি যোগ্য চাকরি তোমাকে খোজে নিবে।

এবার বলি ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ব্যাপারে!
ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা - সিডর আর আয়লার মত ঘূর্ণিঝড়ে ধরাশায়ী প্রিয় মাতৃভূমিকে ভবিষ্যত আতংক থেকে বাঁচানোর জন্য পড়তে পার এই সাবজেক্ট। তাছাড়া এই বিষয়ে উচ্চশিক্ষার গুরুত্ব প্রতিনিয়ত বেড়ে চলছে। এ বিষয়ে পড়ালেখা শেষে তুমি সরকারের..
  1. পরিবেশ ও দুর্যোগ মন্ত্রণালয়,
  2. ফায়ার সার্ভিস,
  3. এলজিইডি,
  4. ভূমি অধিদফতর,
  5. পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ইত্যাদিতে রয়েছে চাকরির সুযোগ নিতে পার। পাশাপাশি সুযোগ থাকছে বিভিন্ন
  6. ডেভেলপমেন্ট
  7. অর্গানাইজেশন,
  8. এনজিও,
  9. ডোনার এজেন্সি,
  10. একাডেমিক ও রিসোর্স ইন্সটিটিউটসহ প্রভৃতি ক্ষেত্রে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-
  11. আরডিএ
  12. সেভ দ্যা চিলড্রেন,
  13. কেয়ার বাংলাদেশ,
  14. অ্যাকশন এইড,
  15. ইউএনডিপি,
  16. বিশ্বস্বাস্থ্য সংস্থা,
  17. বিশ্বব্যাংক ইত্যাদি। এছাড়াও
  18. ডিজাস্টার,
  19. সাইক্লোন শেল্টার ডিজাইন,
  20. রেসিস্টেন্ট বিল্ডিং তৈরি,
  21. দুর্যোগপ্রবণ এলাকায় ত্রাণ ও সাহায্য ব্যবস্থাপনা,
  22. টিমওয়ার্ক বিল্ডিং সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গড়তে পার।  
এছাড়াও রয়েছে কাজ করার আরো অনেক সুযোগ!

Sunday, September 23, 2018

হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট

কলকারখানা এবং অফিস আদালত আধুনিকায়নের সাথে সাথে মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি এখন অনেক গুরুত্বের সাথে দেখা হয়। কারখানার রাসায়নিক ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপনের মহড়া প্রভৃতি বিষয় দেখভাল করার জন্য সেফটি ম্যানেজমেন্ট এর প্রয়োজন নিত্যদিন বেড়েই চলেছে। আর এই চাহিদার জন্যেই সেফটি ইঞ্জিনিয়ার/অফিসারের হয়েছে উঠেছে আজকের দিনের অন্যতম ক্যারিয়ার অপশন।

এক নজরে একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট

সাধারণ পদবী: হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট 
বিভাগ:সেফটি এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার
প্রতিষ্ঠানের ধরন:হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট
ক্যারিয়ারের ধরন:সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং, অন্যান্য
লেভেল:পার্ট-টাইম, ফুল টাইম
অভিজ্ঞতা সীমা:এন্ট্রি, মিড
সম্ভাব্য বেতনসীমা:: ৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:স্বাস্থ্যঝুকি ও নিরাপত্তাঝুঁকি নিশ্চিতকরণ
বিশেষ স্কিল:সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা

কোন ধরণের প্রতিষ্ঠানে একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট কাজ করেন?

  • ডিফেন্স সার্ভিস;
  • সিভিল ফায়ার স্টেশন,;
  • পৌরসভা,;
  • পাওয়ার স্টেশন,;
  • কার্গো হাব, জাহাজ;
  • ইস্পাত, পেট্রোলিয়াম,;
  • টেক্সটাইল;
  • তৈরি পোশাকশিল্প;
  • কটন ইন্ডাস্ট্রি;
  • প্লাস্টিক-পলিমার;
  • রেলওয়ে;
  • তেল প্রস্তুতকারক সংস্থা;
  • বিমানবন্দর;
  • বড় বড় শিল্পক্ষেত্র, হাসপাতাল।
  • একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট কী ধরনের কাজ করেন?

    • অগ্নিনির্বাপন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জরুরি অবস্থায় নিরাপত্তা নিশ্চিতকরণ;
    • যেকোনো দুর্ঘটনার তদন্তদলের সাথে অনুসন্ধানে অংশ নেয়া এবং দুর্ঘটনার কারণ উদঘাটন করা;
    • পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি রোধে ব্যবহৃত যন্ত্রপাতির দেখাশুনা করা;
    • নিয়মিত ড্রীল পরিচালনা করা;
    • ISO 14001 & OHSAS 18001 নিশ্চিত করা;

    একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

    একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

    • মেকানিক্যাল/ সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং;
    • পরিবেশ বিজ্ঞানে বিএসসি (সম্মান);
    • ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা;
    • হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টের ডিপ্লোমা ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা;
    • ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টে এমবিএ;
    • ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক হ্যাজার্ট ম্যানেজমেন্ট;

    কোথায় পড়বেন সেফটি এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং?

    • প্রিন্সিপাল অব ম্যানেজমেন্ট;
    • অর্গানাইজেশনাল বিহেভিয়ার (ওবি);
    • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম);
    • মার্কেটিং ম্যানেজমেন্ট (এমএম);
    • ফান্ডামেন্টাল অফ সেফটি অ্যান্ড;
    • ফায়ার ইঞ্জিনিয়ারিং;
    • সেফটি ম্যানেজমেন্ট অ্যাপ্রোজাল অ্যানালিসিস;
    • ইন্সপেকশন অ্যান্ড কন্ট্রোল প্রসিডিয়র;
    • ইন্ডাস্ট্রিয়াল হাইজিন অ্যান্ড অকুপেশনাল হেলথ;
    • এনভায়রনমেন্টাল এডুকেশন;
    • প্রোডাকশন অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট;
    • সেফটি ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি;
    • সেফটি ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি;

    একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?

    • মেকানিক্যাল, সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে অনেক বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট এণ্ড সেফটি ইঞ্জিনিয়ারিং শেখানো হয় তাই স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়ের এ বিভাগেও ভর্তি হওয়া যেতে পারে;
    • এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পড়ার জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস;
    • ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কন্সট্রাকশন ম্যানেজমেন্টের ওপর সার্টিফিকেট কোর্স আছে;
    • এ ছাড়া শর্ট কোসের জন্য রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের দুই দিনব্যাপী ফায়ার সেফটি ম্যানেজমেন্ট ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রি কোর্স।

    একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের মাসিক আয় কেমন?

    প্রতিষ্ঠানভেদে মাসিক আয় ২০,০০০ -৩০,০০০ টাকা হতে পারে। অভিজ্ঞতা ও প্রশিক্ষনপ্রাপ্ত হলে মাসে আরো অনেক টাকা আয়ের সুযোগ রয়েছে।

    ক্যারিয়ার কেমন হতে পারে একজন হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের?

    আজকাল প্রায় প্রতিটি কলকারখানা ও অফিসের অন্যতম বিষয় জানমালের নিরাপত্তা, নিরাপত্তা বিধানের যন্ত্র ও কৌশল আধুনিকায়নের সাথে সাথে এ বিষয়ে অভিজ্ঞ জনশক্তির চাহিদা বেড়েছে বিগত কয়েক বছরে কয়েকগুন। ভাল আয়, পদোন্নতি ও সামাজিক মর্যাদা সম্পন্ন এই পেশায় ঝুকি থাকলেও চ্যালেঞ্জিং এ পেশা হতে পারে আপনার কাংখিত ক্যারিয়ার।

সেফটি অফিসার

সেফটি আর সিকিউরিটি এ দুটি আধুনিক বিশ্বের সব থেকে দামি জিনিস। অন্ন, বাসস্থান আর উপার্জনের পরই মানুষ নিরাপত্তা নিয়ে মাথা ঘামায়। আর আধুনিক বিশ্বের ব্যস্ত নাগরিক জীবনে জটিলতা যত বাড়ছে, নিরাপত্তাহীন হয়ে পড়ছে মানুষ আর সমাজ। তাই নিরাপত্তাহীনতা কাটাতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার আকাক্সক্ষা সর্বত্র। শিল্প ও সামাজিক ক্ষেত্রে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিরাপত্তাব্যবস্থা বা সেফটি ম্যানেজমেন্ট। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ অগ্নিকা- ও ভবনধসের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তাব্যবস্থা কত জরুরি। শুধু কি অগ্নিকা- ও ভবন ধস! রয়েছে প্রাকৃতিক দুর্যোগ যেমনÑ ভূমিকম্প, বন্যা, সুনামি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সংক্রামক রোগ। চুরি-ছিনতায়, রাজনৈতিক অস্থিতিশীলতা, শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের মতো দুর্যোগ তো রয়েছে।

কল-কারখানায় শিল্পদুর্ঘটনা ও পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশজনিত বিভিন্ন দুর্ঘটনা সবার চোখ খুলে দিয়েছে। যে কোনো শিল্পে কর্মচারীদের নিরাপত্তার দিকটি গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির মধ্যে প্রাণহানি, সম্পদ নষ্ট হওয়ার মতো বিষয়গুলো থাকে। আর এসব সামাল দেওয়ার জন্যই সেফটি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। এক কথায় দুর্যোগ মোকাবিলা করে জান ও মালের হেফাজতের জন্য সেফটি ম্যানেজমেন্টের প্রয়োজন নিত্যদিনই বাড়ছে। আর এ চাহিদা তৈরি হওয়ায় আজকের দিনে অন্যতম ক্যারিয়ার অপশন সেফটি ম্যানেজমেন্ট। ট্যাঁ ট্যাঁ বিপদঘণ্টা বেজে ওঠার আগেই যারা সামলে নেবে সবকিছু, তাই নিজের জীবনের ঝুঁকি থাকলে পকেটকে সেফ করতে অন্যের জীবনকে সেফ করতে চলে আসতে পারেন এ পেশায়।
কোর্স ও যোগ্যতা: শুধু নিরাপত্তা ব্যবস্থাপনা বা সেফটি ম্যানেজমেন্ট বিষয়ে আমাদের দেশে সেভাবে পড়ানোর ব্যবস্থা শুরু হয়নি। তার পরও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। এ বিষয়ে আগ্রহীরা চাইলে দেশের বাইরে থেকে ডিগ্রি আনতে পারেন, যেমন ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টের ডিপ্লোমা ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টে এমবিএ। ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক হ্যাজার্ট ম্যানেজমেন্ট। কোর্স অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক, গ্র্যাজুয়েট। সাধারণভাবে বলা যায়, সেফটি ম্যানেজমেন্ট পড়ার জন্য যোগ্যতা লাগে নন-টেকনিক্যাল আর ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা টেকনিক্যাল।
পাঠ্যক্রম ও মূল বিষয় : সেফটি ম্যানেজার ও ইঞ্জিনিয়ারদের দক্ষ করে তুলতে সাধারণভাবে পাঠ্যসূচিতে পড়তে হয় প্রিন্সিপাল অব ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার (ওবি), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম), মার্কেটিং ম্যানেজমেন্ট (এমএম), ফান্ডামেন্টাল অব সেফটি অ্যান্ড ল, ফায়ার ইঞ্জিনিয়ারিং, সেফটি ম্যানেজমেন্ট অ্যাপ্রোজাল অ্যানালিসিস, ইন্সপেকশন অ্যান্ড কন্ট্রোল প্রসিডিয়র, ইন্ডাস্ট্রিয়াল হাইজিন অ্যান্ড অকুপেশনাল হেলথ, এনভায়রনমেন্টাল এডুকেশন, প্রডাকশন অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট। সেফটি ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সেফটি ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি ইত্যাদি বিষয়।
কাজের সুযোগ : কোর্স পড়ার যোগ্য প্রশিক্ষিতদের কাজের সুযোগ আছেÑ ডিফেন্স সার্ভিস, সিভিল ফায়ার স্টেশন, পৌরসভা, পাওয়ার স্টেশন, কার্গো হাব, জাহাজ, ইস্পাত, পেট্রোলিয়াম, টেক্সটাইল, তৈরি পোশাকশিল্প, কটন ইন্ডাস্ট্রি, প্লাস্টিক-পলিমার, রেলওয়ে, তেল প্রস্তুতকারক সংস্থা, বিমানবন্দর, বড় বড় শিল্পক্ষেত্র, হাসপাতাল। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কাজ করতে হয় বলে এ ধরনের চাকরির শুরুতেই ভালো অঙ্কের বেতন।
কোথায় পড়ানো হয় : মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সেফটি ম্যানেজমেন্ট পড়ানো হয়। তাই পেশা হিসেবে গড়তে চাইলে পড়ার জন্য রয়েছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। অনেক জায়গায় আরলি ওরনিং ম্যানেজমেন্ট (ঊধৎষু ডধৎহরহম গধহধমবসবহঃ) হিসেবে পড়ানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পড়ার জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (িি.িফঁ.ধপ.নফ), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (িি.িনৎধপঁ.ধপ.নফ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (িি.িনঁঢ়.বফঁ.নফ)। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কন্সট্রাকশন ম্যানেজমেন্টের ওপর সার্টিফিকেট কোর্স আছে।

Saturday, September 22, 2018

Greenhouse gases

Greenhouse gases-

By their rate commitment to the nursery impact on Earth the four noteworthy gases are:
Barometrical gases just assimilate a few wavelengths of vitality yet are straightforward to other people. The assimilation examples of water vapor (blue pinnacles) and carbon dioxide (pink pinnacles) cover in a few wavelengths. Carbon dioxide isn't as solid an ozone harming substance as water vapor, however it assimilates vitality in longer wavelengths (12– 15 micrometers) that water vapor does not, mostly shutting the "window" through which warm transmitted by the surface would regularly get away to space. (Delineation NASA, Robert Rohde)
water vapor, 36– 70% 

carbon dioxide, 9– 26% 

methane, 4– 9% 

ozone, 3– 7% 

It isn't conceivable to allot a particular rate to every ga in light of the fact that the retention and discharge groups of the gases cover (thus the extents given above). Mists additionally retain and transmit infrared radiation and subsequently influence the radiative properties of the atmosphere.

Job in environmental change 

Principle article: Global warming 

The Keeling Curve of climatic CO2 fixations estimated at Mauna Loa Observatory. 

Reinforcing of the nursery impact through human exercises is known as the improved (or anthropogenic) nursery effect.[20] This expansion in radiative compelling from human movement is inferable basically to expanded environmental carbon dioxide levels.[ According to the most recent Assessment Report from the Intergovernmental Panel on Climate Change, "barometrical groupings of carbon dioxide, methane and nitrous oxide are uncommon in at any rate the most recent 800,000 years. Their belongings, together with those of other anthropogenic drivers, have been recognized all through the atmosphere framework and are to a great degree prone to have been the overwhelming reason for the watched warming since the mid-twentieth century".

CO2 is delivered by non-renewable energy source consuming and different exercises, for example, bond creation and tropical deforestation.[23] Measurements of CO2 from the Mauna Loa observatory demonstrate that focuses have expanded from around 313 sections for each million (ppm) in 1960 to around 389 ppm in 2010. It came to the 400 ppm point of reference on May 9, 2013. The current watched measure of CO2 surpasses the topographical record maxima (~300 ppm) from ice center data.[26] The impact of burning delivered carbon dioxide on the worldwide atmosphere, an uncommon instance of the nursery impact previously depicted in 1896 by Svante Arrhenius, has likewise been known as the Callendar impact. 

In the course of the last 800,000 years, ice center information demonstrates that carbon dioxide has differed from values as low as 180 ppm to the pre-modern level of 270 ppm.Paleoclimatologists consider varieties in carbon dioxide focus to be a central factor impacting atmosphere varieties over this time scale.
Genuine nurseries 

An advanced Greenhouse in RHS Wisley 

The "nursery impact" of the air is named by similarity to nurseries which end up hotter in daylight. Be that as it may, a nursery isn't fundamentally warmed by the "nursery effect". "Nursery impact" is really a misnomer since warming in the standard nursery is because of the decrease of convection,[32] while the "nursery impact" works by keeping retained warmth from leaving the structure through radiative exchange. 

A nursery is worked of any material that passes daylight normally glass, or plastic. The sun warms the ground and substance inside simply like the outside, which at that point warms the air. Outside, the warm air close to the surface ascents and blends with cooler air high up, keeping the temperature lower than inside, where the air keeps on warming up in light of the fact that it is kept to the nursery. This can be shown by opening a little window close to the top of a nursery: the temperature will drop significantly. It was exhibited tentatively (R. W. Wood, 1909) that a (not warmed) "nursery" with a front of shake salt (which is straightforward to infrared) warms up a fenced in area comparatively to one with a glass cover. Thus nurseries work principally by counteracting convective cooling.

Warmed nurseries are amazingly, one more issue, having an inward wellspring of warming they spill warm out, which must be anticipated. So it again bodes well to endeavor to avoid radiative cooling using satisfactory glazin

Wednesday, September 19, 2018

Greenhouse effect

Greenhouse effect-

The nursery impact is the procedure by which radiation from a planet's environment warms the planet's surface to a temperature above what it would be without its atmosphere. 

On the off chance that a planet's air contains radiatively dynamic gases (i.e., ozone depleting substances) they will emanate vitality every which way. Some portion of this radiation is coordinated towards the surface, warming it. The force of the descending radiation – that is, the quality of the nursery impact – will rely upon the air's temperature and on the measure of ozone depleting substances that the air contains. 

Earth's regular nursery impact is basic to supporting life. Human exercises, primarily the consuming of petroleum derivatives and clearing of backwoods, have reinforced the nursery impact and caused worldwide warming.

The expression "nursery impact" emerged from a defective similarity with the impact of daylight going through glass and warming a nursery. The manner in which a nursery holds warm is on a very basic level unique, as a nursery works generally by lessening wind current with the goal that warm air is kept inside.
 

History-


The presence of the nursery impact was contended for by Joseph Fourier of every 1824. The contention and the confirmation were additionally fortified by Claude Pouillet in 1827 and 1838 and contemplated from exploratory perceptions by John Tyndall in 1859, who estimated the radiative properties of particular nursery gases.The impact was all the more completely measured by Svante Arrhenius in 1896, who made the main quantitative forecast of a worldwide temperature alteration because of a theoretical multiplying of barometrical carbon dioxide.[8] However, the expression "nursery" was not used to allude to this impact by any of these researchers; the term was first utilized along these lines by Nils Gustaf Ekholm in 1901.

Component 

Earth gets vitality from the Sun as bright, obvious, and close infrared radiation. Around 26% of the approaching sun oriented vitality is reflected to space by the climate and mists, and 19% is consumed by the air and mists. A large portion of the rest of the vitality is ingested at the surface of Earth. Since the Earth's surface is colder than the Sun, it emanates at wavelengths that are any longer than the wavelengths that were retained. The vast majority of this warm radiation is consumed by the climate and warms it. The environment likewise gains warm by sensible and inactive warmth transitions from the surface. The environment transmits vitality both upwards and downwards; the part transmitted downwards is consumed by the surface of Earth. This prompts a higher balance temperature than if the air were missing. 

The sun based radiation range for coordinate light at both the highest point of Earth's environment and adrift level 

A perfect thermally conductive blackbody at indistinguishable separation from the Sun from Earth would have a temperature of around 5.3 °C. In any case, since Earth reflects around 30% of the approaching daylight, this admired planet's successful temperature (the temperature of a blackbody that would transmit a similar measure of radiation) would be about −18 °C. The surface temperature of this theoretical planet is 33 °C beneath Earth's real surface temperature of roughly 14 °C.

The essential component can be qualified in various courses, none of which influence the principal procedure. The environment close to the surface is to a great extent obscure to warm radiation (with essential special cases for "window" groups), and most warmth misfortune from the surface is by sensible warmth and inactive warmth transport. Radiative vitality misfortunes turn out to be progressively essential higher in the climate, generally in view of the diminishing convergence of water vapor, a critical ozone harming substance. It is more practical to think about the nursery impact as applying to a "surface" in the mid-troposphere, which is adequately coupled to the surface by a pass rate. The basic picture likewise accept an unfaltering state, yet in reality, there are varieties because of the diurnal cycle and in addition the regular cycle and climate aggravations. Sun oriented warming just applies amid daytime. Amid the night, the climate cools to some degree, yet not enormously, in light of the fact that its emissivity is low. Diurnal temperature changes diminish with tallness in the air. 

Inside the district where radiative impacts are critical, the portrayal given by the glorified nursery display ends up reasonable. Earth's surface, warmed to a temperature around 255 K, emanates long-wavelength, infrared warmth in the scope of 4– 100 μm.[16] At these wavelengths, ozone depleting substances that were to a great extent straightforward to approaching sun powered radiation are more absorbent.[16] Each layer of air with nurseries gases assimilates a portion of the warmth being transmitted upwards from bring down layers. It reradiates every which way, both upwards and downwards; in balance (by definition) indistinguishable sum from it has retained. This outcomes in more warmth beneath. Expanding the grouping of the gases builds the measure of retention and reradiation, and in this way additionally warms the layers and at last the surface below.
Ozone depleting substances—incorporating most diatomic gases with two unique iotas, (for example, carbon monoxide, CO) and all gases with at least three particles—can ingest and transmit infrared radiation. Despite the fact that over 99% of the dry climate is IR straightforward (on the grounds that the primary constituents—N 

2, O 

2, and Ar—are not ready to specifically ingest or discharge infrared radiation), intermolecular impacts cause the vitality retained and produced by the ozone depleting substances to be imparted to the next, non-IR-dynamic, gases.

Sunday, September 16, 2018

Current issues

Current issues

Waste management

Japan burns on the brink of 2 thirds of its waste in municipal and industrial incinerators. By some estimates, seventy p.c of the world's waste incinerators square measure placed in Japan.[7] As a result, Japan has higher levels of hydrocarbon in its air than the other G20 nation.[8] In 2001, the USA Department of Justice brought suit against Japan for the deaths of U.S. service-members at armed service Air Facility Atsugi caused by a close-by waste furnace referred to as Jinkanpo Atsugi furnace.[9] This has referred to asinto question the japanese government line that the thousands of incinerators in Japan square measuresafe.

Global warming

Main article: temperature change in Japan
As a mortal of the urban center Protocol, and host of the 1997 conference that created it, Japan is underneath written agreement obligations to cut back its greenhouse emission emissions level by 6 June 1944 but the extent in 1990,[10] and to require different steps associated with edge temperature change. Japan is that the world’s fifth biggest emission electrode  The Cool business campaign introduced underneath former Prime Minister of Japan Junichiro Koizumi was targeted at reducing energy use through the reduction of air con use in government offices.

Coral reef

In Jan 2017 the japanese setting ministry aforementioned that seventieth of the Sekisei laguna in Okinawa, Japan’s biggest reef, had been killed by a development referred to as bleaching.

Nuclear power

See also: nuclear energy in Japan
Japan maintains one third of its electrical production from nuclear energy plants. whereas a majority of Japanese voters typically supported the employment of existing nuclear reactors, since the nuclear accident at the Fukushima Daiichi nuclear energy plant on March eleven, 2011, this support looks to possess shifted to a majority wanting Japan to terminate nuclear energy. Former Prime Minister Naoto Kan was the primaryleading politician to overtly voice his opposition to Japan's dependence upon atomic energy and steered a phasing out of atomic energy sources towards different sources of renewable energy.[13][14] Objections against the conceive to construct any plants has adult also since the March eleven earthquake and wavethat triggered the nuclear melt of 3 reactors at the Fukushima dai ichi plant in jap Japan.

The treatment of radioactive wastes additionally became a subject matter of dialogue in Japan. New spent-nuclear-fuel reprocessing plant was created in Rokkasho in 2008, the location of the underground nuclear-waste repository for the HLW and LLW has not nevertheless been determined. Some native cities declared a concept to conduct AN environmental study at the disposal websitehowever citizens' teams powerfullyoppose the set up.

Fishery and whaling
Main articles: Fishing business in Japan and Whaling in Japan
In the Japanese diets, fish and its product square measure additional outstanding than different kinds ofmeat. owing to the depletion of ocean stocks within the late twentieth century, Japan's total annual fish catch has been decreasing chop-chop. Japan, along side the u. s. and also the EU, occupies the massive a part of international fish trade.Japanese fish catches were the third within the world in 2000, following China and Republic of Peru. The u. s., Chile, Indonesia, the Russia and Asian nation were different major countries.

By 2004, the quantity of adult Atlantic Bluefin Tuna capable of spawning had plummeted to roughly nineteenp.c of the 1975 level within the western 1/2 the ocean. Japan encompasses a quarter of the globe provide of the 5 massive species: bluefin, southern bluefin, bigeye, tuna and albacore.

Whaling for analysis functions continuing even once the moratorium on industrial whaling in 1986. This whaling program has been criticized by environmental protection teams and anti-whaling countries, United Nations agency say that the program isn't for research project.