Tuesday, May 7, 2019

অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে যা করবেন


অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে যা করবেন

ডিএমপি নিউজ রিপোর্টঃ প্রিয় নগরবাসী, চলছে শুষ্ক মৌসুম। এসময় আপনার একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ অগ্নি দূর্ঘটনা। বিপন্ন হতে পারে অতি প্রিয় জীবন ও সম্পদ। অগ্নি দূর্ঘটনাসহ যেকোন দূর্ঘটনা প্রতিরোধে দরকার সচেতনতা।

আর এ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জেনে রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তাহলে আসুন জেনে নেই এমন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে কি করণীয়ঃ

অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে করনীয়ঃ
১. রান্নার পর চুলা সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলুন।
২. ভেজা জামা কাপড় চুলার উপর শুকাতে দিবেন না।
৩. গ্যাসের চুলা জ্বালানোর পূর্বে কমপক্ষে ১৫ মিনিট পূর্বে রান্নাঘরের সকল জানালা/দরজা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করুন।
৪. গ্যাসের চাবি অন করার পূর্বে ম্যাচের কাঠি ধরাবেন।
৫. গ্যাসের চুলার হোজপাইপটি ফাটা/ক্ষতিগ্রস্থ হলে পরিবর্তন করুন।
৬. বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন প্রতি ০৬ মাস অন্তর অন্তর নিয়মিত পরীক্ষা করুন।
৭. সঠিক মানের বৈদ্যুতিক তার/সরঞ্জাম ব্যবহার করুন।
৮. অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম মূল লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন।
৯. ক্ষতিগ্রস্থ/নিম্নমানের বৈদ্যুতিক তার/সরঞ্জাম প্রতিস্থাপন করুন।
১০. বাসাবাড়ি/প্রতিষ্ঠান অগ্নি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
১১. অগ্নি ঝুঁকি অনুসারে প্রয়োজনীয় সংখ্য অগ্নি-নির্বাপক যন্ত্র মজুদ রাখুন।
১২. অগ্নি নির্বাপক যন্ত্রের প্রয়োগ ও ব্যবহার বিধি সম্পর্কে প্রশিক্ষণ নিন।

অগ্নি নির্বাপনে করণীয়ঃ
১. বিলম্ব না করে নিকটস্থ ফায়ার স্টেশনে সংবাদ দিন/অথবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০২-৯৫৫৫৫৫৫/০১৭৩০৩৩৬৬৯৯) অবহত করুন।
২. শুরুতেই আগুন নিভানোর চেষ্টা করুন।
৩. বহনযোগ্য অগ্নিনির্বাপনী যন্ত্র ব্যবহার করুন
৪. বৈদ্যুতিক লাইনে/যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করবেননা। বহনযোগ্য কার্বন ডাই-অক্সাইড/ ড্রাইকেমিক্যাল পাউডার এক্সটিংগুইসার ব্যবহার করুন। না পেলে শুকনো বালি ব্যবহার করুন। 
৫. তৈল জাতীয় পদার্থের আগুনে পানি ব্যবহার বিপদজনক। বহনযোগ্য ফোমটাইপ ফায়ার এক্সটিংগুইসার/শুকনো বালি/ ভেজা মোটা কাপড় বা চটের বস্তা দ্বারা চাপা দিন।
৬. গায়ে বা পড়নের কাপড়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি করুন।